২২/০১/২০২৫ ইং
Home / সারাবাংলা / চট্রগ্রাম / বান্দরবানে দুর্গম এলাকায় কলেরা আক্রান্তদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

বান্দরবানে দুর্গম এলাকায় কলেরা আক্রান্তদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

বান্দরবানে দুর্গম এলাকায় কলেরা আক্রান্তদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ই জুন ২০২১ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে দুর্গম পাহাড়ী এলাকায় কলেরা আক্রান্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত দু’দিন ধরে জেলার আলীকদম উপজেলার ৫নং কুরতকপাতা ইউনিয়নের মাংরতম পাড়া, ম্যানলিউপাড়া এবং সমথং পাড়ায় কলেরা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। বর্তমানে উত্তু পাড়াসমূহে মুরং জনগোষ্ঠীর প্রায় শতকরা ষাট ভাগ কলেরায় আত্রুান্ত হয়ে মূমুর্ষ অবস্থায় জীবন-যাপন করছেন। ইতোমধ্যে ঐ এলাকায় বেশ কয়েকজন নারী পুরুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছে।

কলেরা প্রাদূর্ভাব এর শুরু থেকেই আলীকদম সেনা জোনের টহল দলের মাধ্যমে আক্রান্ত এলাকা গুলোতে প্রতিনিয়ত বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। দুর্গম এ এলাকায় কলেরা আক্রান্তদের চিকিৎসায় একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের উদ্যোগে বুধবার (১৬ই জুন) বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে জরুরী ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কলেরা স্যালাইন, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় অন্যান্য ঔষধ এবং শুকনো খাবার ও বিশুদ্ধ পানি প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *