১৫/০১/২০২৫ ইং
Home / অন্যান্য / অপরাধ / মসজিদের এসি চুরি করতে গিয়ে চোরের মৃত্যু!

মসজিদের এসি চুরি করতে গিয়ে চোরের মৃত্যু!

মসজিদের এসি চুরি করতে গিয়ে চোরের মৃত্যু!

প্রকাশিত: রবিবার, ১৩ই জুন ২০২১ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ পৌরসভার সাহেদনগর ব্যাপারী পাড়া জামে মসজিদে গভীর রাতে এসি চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে এক চোর মারা গেছে। শক্রবার (১১ই জুন) এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতের নাম সজিব শেখ (৩০)। তিনি সিরাজগঞ্জ পৌরসভার সাহেদনগর সয়াগোবিন্দ গ্রামের সমসের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতের কোন এক সময় চোর মসজিদের এসি চুরি করার চেষ্টা করে । এ সময় সজিব শেখ বৈদ্যুতিক সংযোগ বিছিন্নকালে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকি গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ শনিবার (১২ই জুন) সকালে লাশ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

জমকালোভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম বৃহত্তর ‘০৮-১০’ ব্যাচের আনন্দ ভ্রমণ ও পিকনিক

🕒 সংগঠন ☰ রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️মো. ফারুক হোসাইন (চট্টগ্রাম)|নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর|জমকালোভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *