২২/০১/২০২৫ ইং
Home / চাকুরি সংবাদ / সেনা কল্যাণ সংস্থায় ৪ পদে চাকরি

সেনা কল্যাণ সংস্থায় ৪ পদে চাকরি

সেনা কল্যাণ সংস্থায় ৪ পদে চাকরি

প্রকাশিত: মঙ্গলবার, ৮ই জুন ২০২১ ইংরেজি

নিজস্ব ডেস্ক:

সেনা কল্যাণ সংস্থার সেনা এডিবল ওয়েল ইন্ডাস্ট্রিজে ৪টি পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ই জুন ইংরেজি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সেনা কল্যাণ সংস্থা,
শাখার নাম: সেনা এডিবল ওয়েল ইন্ডাস্ট্রিজ, নারায়ণগঞ্জ।
চাকরির ধরন: ফুল টাইম,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ,
কর্মস্থল: নারায়ণগঞ্জ,

১. পদের নাম: সহকারী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ),
পদ সংখ্যা: ১ জন,
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল),
অভিজ্ঞতা: ৫ বছর,
বেতন: আলোচনা সাপেক্ষে,

২. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ),
পদসংখ্যা: ১ জন,
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল),
অভিজ্ঞতা: ৫ বছর,
বেতন: আলোচনা সাপেক্ষে,

৩. পদের নাম: কোয়ালিটি ম্যানেজার (মান-নিয়ন্ত্রণ ও গবেষণা),
পদসংখ্যা: ১ জন,
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি ইন-ফার্মেসি/কেমেস্ট্রি,
অভিজ্ঞতা: ৪-৫ বছর,
বেতন: আলোচনা সাপেক্ষে,

৪. পদের নাম: সহকারী কেমিস্ট,
পদসংখ্যা: ১ জন,
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন-কেমেস্ট্রি,
অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার,
বেতন: আলোচনা সাপেক্ষে,

আবেদনের ঠিকানা: সেনা কল্যাণ সংস্থা, বিজনেস ডিভিশন-৬, এসকেএস টাওয়ার, ১০ম তলা, ৭ ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬।
আবেদনের শেষ সময়: ১৭ই জুন ২০২১ ইংরেজি।

সূত্র: তালাশটিভি২৪ ডটকম।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *