০৮/০৯/২০২৪ ইং
Home / সারাবাংলা / চট্রগ্রাম / ভারী বৃষ্টিতে ধসে পড়লো লালদীঘি মাঠের দেয়ালসহ ম্যুরাল!

ভারী বৃষ্টিতে ধসে পড়লো লালদীঘি মাঠের দেয়ালসহ ম্যুরাল!

ভারী বৃষ্টিতে ধসে পড়লো লালদীঘি মাঠের দেয়ালসহ ম্যুরাল!

প্রকাশিত: সোমবার, ৭ই জুন ২০২১ ইংরেজি

মোঃ হাসান মিয়া (প্রতিনিধি):

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠের সীমানাপ্রাচীর ধসে পড়েছে। এতে ২০ ফুট আয়তনের তিনটি টেরাকোটার ম্যুরাল নষ্ট হয়েছে। রোববার (৬ই জুন) সকালে সীমানাপ্রাচীর ধসে পড়ার ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে লালদীঘি মাঠ ছয় দফা মঞ্চ ও আধুনিকায়ন প্রকল্পের পরিচালক ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন বলেন, লালদীঘির মাঠের উন্নয়ন কাজের অংশ হিসেবে ছয় দফা মঞ্চ নির্মাণ, ম্যুরাল স্থাপন, সবুজায়ন, বসার পাকা চেয়ার নির্মাণ, কিডস জোন নির্মাণ, ফটক নির্মাণ ও দেয়ালে শিশুতোষ ছবি আঁকা হয়েছে। পাশাপাশি আলোকায়নের কাজ প্রায় শেষের পথে।

রোববার ভারী বর্ষণের ফলে লালদীঘি মাঠের সীমানা দেয়ালের পাহাড় সংলগ্ন একাংশ নিচের দিকে ধসে গেছে। এতে কয়েকটি ম্যুরাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রকল্পের অধীনে নতুন করে মাঠের ওই অংশে কোনো সীমানা দেয়াল নির্মাণ করা হয়নি। সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) হেড কোয়ার্টারের বহুতল ভবন নির্মাণের প্লাইলিংয়ের কারণে সংলগ্ন দেয়ালটির কিছু অংশ নড়বড়ে হয়ে পড়ে। ধসে পড়া দেয়ালটি অনেক পুরনো যা গণপূর্ত অধিদফতর নির্মাণ করেছিল। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের কাজ শুরু করা হয়েছে।

তিনি আরো জানান, প্রকল্পের কাজ এখনো সমাপ্ত হয়নি, সুতরাং নতুন করে কোনো ক্ষতি হলেও তা প্রকল্পের আওতায় সংস্কার করা হবে।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান চট্টগ্রামের সন্তান মুসলিম চৌধুরী

🕒 জাতীয় ☰ বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *