ফরিদপুরে বিআরটিসি বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত!
প্রকাশিত: শুক্রবার, ৪ই জুন, ২০২১ইংরেজি
সুমন বিশ্বাস (ফরিদপুর) :
অদ্য শুক্রবার (৪ই জুন) ফরিদপুর সদর উপজেলায় বিআরটিসি বাসের সঙ্গে প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। তাছাড়া এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছে। জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ব্যবস্থাপক সুভাষ বাড়ৈ তালাশকে জানান, সদর উপজেলার কোমরপুর এলাকায় মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার প্রাইভেট কারের চালক জাহিদ হোসেন (৪৫) ও ফরিদপুরের সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের সবিরুন খাতুন (৫৫)। ফায়ার সার্ভিস কর্মকর্তা সুভাষ বাড়ৈ স্থানীয়দের বরাতে বলেন, ঢাকাগামী প্রাইভেট কারটি পথচারী সবিরুনকে বাঁচাতে গেলে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক জাহিদ হোসেন এবং প্রাইভেট কারের ধাক্কায় সবিরুন খাতুন নিহত হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, এছাড়া দুর্ঘটনায় আহত হয় প্রাইভেট কারের মালিক জাহাঙ্গীর হোসেন (৪৭)। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।