আলহাজ্ব শামসুল হক (রাহ.) এর ৯ম মৃত্যু বার্ষিকী
প্রকাশিত: শুক্রবার, ৪ই জুন ২০২১ ইংরেজি
মুহাম্মদ মেহেদি হাসান:
অদ্য বৃহস্পতিবার, ৩ই জুন ২০২১ ইংরেজি আলহাজ্ব মো: শামসুল হক (রাহ.) এর ৯ম মৃত্যু বার্ষিকী। তিনি ২০১২ সালের এই দিনে ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ১৯৬৫ সালে বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা শাহসূফী আলহাজ্ব হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতর (রাহ.) এর হাতে বায়াত গ্রহন করে মুরিদ হন।
তিনি চট্টগ্রাম শহরের স্বনামধন্য 'আল-হুমাইরা মহিলা মাদরাসা'র প্রতিষ্ঠাতা, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারী, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং চান্দগাঁও এনএমসি হাই স্কুলের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।
তাঁর নিজ হাতে গড়া প্রতিষ্ঠানসমূহ আজ সুনামের সহিত শাখা-প্রশাখা বিস্তার করে চলেছে। তাঁর নামে প্রতিষ্ঠিত মানবিক সংস্থা 'আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন' দেশ-বিদেশের সুনাম কুড়িয়ে সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা হিসেবে 'ইউনাইটেড নেশন্সের' স্বীকৃতি পেয়েছে।
তিনি বেঁচে থাকতে প্রায়ই বলতেন,
'এমন জীবন তুমি করিও গঠন,
মরিলে হাসিবে তুমি; কাঁদিবে ভুবন'!
মহান আল্লাহ্ তায়ালা এ মহান সমাজ সেবক ও দানবীর ব্যক্তিকে পবিত্র জান্নাতুল ফেরদৌস দান করুন- আমিন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com