২২/০১/২০২৫ ইং
Home / সারাবাংলা / ঢাকা / শিক্ষার্থীরা ক্লাসরুমে যেতে চায়, পরীক্ষা দিতে চায়- ড. মশিউর রহমান

শিক্ষার্থীরা ক্লাসরুমে যেতে চায়, পরীক্ষা দিতে চায়- ড. মশিউর রহমান

শিক্ষার্থীরা ক্লাসরুমে যেতে চায়, পরীক্ষা দিতে চায়- ড. মশিউর রহমান

প্রকাশিত: মঙ্গলবার, ১লা মে ২০২১ ইংরেজি

সুমন বিশ্বাস :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান বলেছেন, ‘শিক্ষার্থীদের নিয়ে আমাদের ভাবতে হবে। তারা পরীক্ষা দিতে চায়। ক্লাসরুমে যেতে চায়। পড়াশোনা চালিয়ে যেতে চায়। অনলাইন-অফলাইন যেকোনো মাধ্যমেই আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।’

সোমবার (৩১শে মে) গাজীপুরে মূল ক্যাম্পাসে উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সকলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নতুন উপাচার্য।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন সামনে রেখে আমাদের পথ চলতে হবে। বর্তমান সময়ে আমরা কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। এই কঠিন সময়েও বাংলাদেশ অর্থনীতির দিক থেকে অনেক শক্তিশালী পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ভাবতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এই বিশ্ববিদ্যালয়কে যে উচ্চতায় রেখে গেছেন, সেটি বর্তমান সরকার ইতিবাচক দৃষ্টিতে দেখছে। আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাব।’

নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সদস্যকে ডিজিটাল ইকুইপমেন্ট ব্যবহারে সিদ্ধহস্ত হতে হবে। আধুনিক ও বাস্তবতা নির্ভর শিক্ষা প্রশাসন পরিচালনায় নিজেকে যুগোপযোগী করে তৈরির কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তার সমস্ত মনোযোগ এই কোভিডের দুর্যোগ কাটানোর জন্য দিচ্ছেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও দক্ষ মানব সম্পদ তৈরির চ্যালেঞ্জকে ধারণ করে শিক্ষা যাতে সংকটে না পরে সেটির ব্যাপারে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছেন।’

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপাচার্যের সঙ্গে ডিন, বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রোববার (৩০শে মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. মোঃ মশিউর রহমানকে চার বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *