করোনায় চট্টগ্রামে আরেক চিকিৎসকের মৃত্যু!
প্রকাশিত: মঙ্গলবার, ১লা জুন ২০২১ ইংরেজি
মেহেদি হাসান (ডবলমুরিং):
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদুল আলম ইন্তেকাল করেন। তিনি গত রোববার রাত ১১টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী। তিনি বলেন, ফরিদুল আলম দীর্ঘ দুই মাস করোনায় ভুগছিলেন। ফরিদুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com