২২/০১/২০২৫ ইং
Home / তালাশটিভি২৪ / কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড ফরিদপুর!

কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড ফরিদপুর!

কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড ফরিদপুর!

প্রকাশিত : শুক্রবার, ২৮শে মে, ২০২১ ইংরেজি

সুমন বিশ্বাস (ফরিদপুর) :

ফরিদপুরের নগরকান্দা-সালথা উপজেলাতে কয়েক মিনিটের ঝড়ের আঘাতে ৪টি গ্রামের প্রায় দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। শতশত গাছপালা ভেঙ্গে উপড়ে পড়েছে। কয়েক একর জমির পাটসহ অন্যান্য ফসল বিনষ্ট হয়েছে। বৃহস্পতিবার (২৭শে মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসা কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর ও বিবিরকান্দী এবং সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া ও মেহেরদিয়া গ্রামের দেড় শতাধিক ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। এসময় শতশত গাছ-পালা উপড়ে পড়ে। তখন প্রশাসন ও স্থানীয়রা জানায়, স্থাপনা, গাছ ও ফসলের ক্ষতি হলেও এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এদিকে ঘূর্ণিঝড়ের খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ও সালথা উপজেলার নির্বাহী অফিসার মোঃ হাসিব সরকার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, জেলা পরিষদ সদস্য মোঃ কামাল হোসেন মিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ রাড়ৈ ও ইকবাল কবির।

এসময় নগরকান্দা উপজেলার নির্বাহী অফিসার জেতী প্রু গণমাধ্যমকে জানান, ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে তাৎক্ষণিকভাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরণ সহ সার্বিক সকল প্রকারের সহযোগিতা করা হবে।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *