তীব্র স্রোতে মায়ের কোল থেকে ভেসে গেল শিশু!
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭শে মে ২০২১ ইংরেজি
বরগুনা প্রতিনিধি :
বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ভয়াবহ স্রোতের মুখে পড়ে মায়ের কোল থেকে ভেসে যায় তিন বছরের শিশু ইমামুল। প্রায় ঘন্টাব্যাপি খোঁজাখুঁজির পর শিশুটিকে মৃত উদ্ধার করে এলাকাবাসী। বুধবার (২৬শে মে) বেলা ১১টায় ঘটনাটি ঘটে।
জানা যায়, ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে অতিরিক্ত স্রোতের চাপে সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের বিষখালি নদীর প্রতিরক্ষা বাঁধটি ভেঙ্গে যায়। ফলে ওই গ্রামের বাসিন্দা মোঃ স্বপন মিয়া’র স্ত্রী তার ছেলে ইমামুল হোসেন (৩) কে নিয়ে প্বার্শবর্তি একটি আশ্রয়কেন্দ্রে রওয়ানা দেন। পথিমধ্যে স্রোতের মুখে পড়লে তার শিশু সন্তানটি স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘন্টাব্যাপী খোঁজাখুঁজির পরে শিশুটিকে মৃত উদ্ধার করা হয়।
পরবর্তীতে বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন ক্ষতিগ্রস্থ নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য আশ্বস্ত করেন।