২২/০১/২০২৫ ইং
Home / সারাবাংলা / ঢাকা / রিকশাচালকের ব্যথা সরকার বোঝে না: জাফরুল্লাহ চৌধুরী

রিকশাচালকের ব্যথা সরকার বোঝে না: জাফরুল্লাহ চৌধুরী

রিকশাচালকের ব্যথা সরকার বোঝে না: জাফরুল্লাহ চৌধুরী

প্রকাশ : বুধবার, ২৬শে মে ২০২১ ইংরেজি

মোঃ হাসান মিয়া :

রিকশাচালকদের উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমরা চাই, আপনাদের দরিদ্র রিকশাচালকদের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ুক, পয়সা লাগবে না, আমরা ব্যবস্থা করব। আপনাদের ব্যথা সরকার বোঝে না। রিকশায় মোটর লাগাতে দেওয়া উচিত। এতে আপনার কষ্ট হবে না। আর টাকার ব্যবস্থা করে দিতে চাই যেন রিকশার মালিক হতে পারেন।’

রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে মঙ্গলবার (২৫শে মে) বিকেলে রিকশাচালক, ভ্যানচালক, ফেরিওয়ালা ও ফুটপাতের ছোট দোকানদারদের জন্য বিশেষ গণস্বাস্থ্য বিমা ও খাদ্য সহায়তার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘চিকিৎসাতে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যায়। আমরা এমন একটা ব্যবস্থা করতে পারি, ডাক্তার দেখাতে আপনার এক পয়সাও খরচ হবে না। এখানে বিনা পয়সায় ডাক্তার দেখানো হবে। এ জন্য মাসে ২০০ টাকা চাঁদা দিতে হবে।’

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সব রিকশাচালক যদি একসঙ্গে রাস্তায় নামেন, তাহলে সরকারই থাকবে না। সরকারের চাইতে রিকশাচালকেরা বেশি শক্তিশালী। সেই রিকশাচালকেরা খাইতে পায় না, চিকিৎসা পায় না, ঘরবাড়ি নেই, থাকার জায়গা নেই। জাফরুল্লাহ চৌধুরী তাঁদের চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে একটা ব্যবস্থা করছেন। আপনাদের স্বাস্থ্য বিমার জন্য ২০০ টাকা লাগবে। সরকার যদি টাকা দেয়, তাহলে স্বাস্থ্য বিমা ১০০ টাকায়ও হতে পারে। সরকার যদি গার্মেন্টস মালিকদের ১০ হাজার কোটি টাকা দিতে পারে, তাহলে আপনাদের জন্য ১০০ টাকা করে দিতে পারবে না?’

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *