পটিয়ায় লবন ও পলিথিন কারখানায় আগুন!
প্রকাশিতঃ রোববার, ২৩শে মে ২০২১ ইংরেজি
পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় আগুনে একটি লবন ও পলিথিনের কারখানা পুড়ে গেছে। শনিবার (২২শে মে) বিকালে পটিয়া উপজেলার ইন্দ্রপুল এলাকায় ফাহাদ সল্ট নামে লবন মিল এবং একই প্রতিষ্ঠানের মালিকানাধীন পলিথিন কারখানাটিও পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানায়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) ফরিদ আহমেদ বিডিনিউজ গণমাধ্যমকে জানান, বেলা সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা ও লামার বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নেভানো হলেও ক্ষয়-ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে জানান তিনি।
ডিএডি ফরিদ জানান, আগুনে ফাহাদ সল্ট, তাদের মালিকানাধীন একটি পলিথিন ফ্যাক্টরি, বস্তার গুদাম এবং কারখানা সংলগ্ন শ্রমিকদের দু'টি বসত ঘর পুড়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com