১৫/০১/২০২৫ ইং
Home / সারাবাংলা / চট্রগ্রাম / পটিয়ায় লবন ও পলিথিন কারখানায় আগুন!

পটিয়ায় লবন ও পলিথিন কারখানায় আগুন!

পটিয়ায় লবন ও পলিথিন কারখানায় আগুন!

প্রকাশিতঃ রোববার, ২৩শে মে ২০২১ ইংরেজি

পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়ায় আগুনে একটি লবন ও পলিথিনের কারখানা পুড়ে গেছে। শনিবার (২২শে মে) বিকালে পটিয়া উপজেলার ইন্দ্রপুল এলাকায় ফাহাদ সল্ট নামে লবন মিল এবং একই প্রতিষ্ঠানের মালিকানাধীন পলিথিন কারখানাটিও পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানায়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) ফরিদ আহমেদ বিডিনিউজ গণমাধ্যমকে জানান, বেলা সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা ও লামার বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নেভানো হলেও ক্ষয়-ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে জানান তিনি।

ডিএডি ফরিদ জানান, আগুনে ফাহাদ সল্ট, তাদের মালিকানাধীন একটি পলিথিন ফ্যাক্টরি, বস্তার গুদাম এবং কারখানা সংলগ্ন শ্রমিকদের দু’টি বসত ঘর পুড়ে গেছে।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

জমকালোভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম বৃহত্তর ‘০৮-১০’ ব্যাচের আনন্দ ভ্রমণ ও পিকনিক

🕒 সংগঠন ☰ রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️মো. ফারুক হোসাইন (চট্টগ্রাম)|নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর|জমকালোভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *