সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন
প্রকাশিতঃ বুধবার, ১৯শে মে ২০২১ ইংরেজি
(সুমন বিশ্বাস) ফরিদপুরঃ
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা ও তাকে হেনস্তার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯শে মে) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘সাংবাদিক রোজিনাকে এভাবে হেনস্তা করা, তার সঙ্গে ন্যক্কারজনক আচরণ ও নিপীড়ন এবং আটক করে কারাগারে নিক্ষেপ করার ঘটনায় দেশের গোটা সাংবাদিক সমাজ স্তম্ভিত।’
তিনি আজকের মধ্যে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, মহিলা পরিষদ ফরিদপুরের সভানেত্রী শিপ্রা রায়, সনাক ফরিদপুরের সভাপতি শিপ্রা গোস্বামী, সিপিবির প্রেসিডিয়াম মেম্বার রফিকুজ্জামান লায়েক, সাংবাদিক মাহ্ফুজ মিলন, সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সাংবাদিক রেজাউল করিম, নারী নেত্রী আসমা আক্তার মুক্ত প্রমুখ বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com