স্বাস্থ্যের অনিয়ম নিয়ে রাব্বানীর চ্যালেঞ্জ
বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ই মে ২০২১ ইংরেজি
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবার স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও অভিযোগ দায়েরের বিষয়ে ইঙ্গিত করে মঙ্গলবার (১৮ই মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন গোলাম রাব্বানী।
সেখানে তিনি লিখেন, ‘স্বাস্থ্য অধিদফতর এদেশের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার সকল অনিয়ম, অব্যবস্থাপনা ও মহা দুর্নীতির আঁতুড়ঘর। টপ টু বটম সবাই দুর্নীতির সিস্টেমে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। সর্বোচ্চ নীতি নির্ধারক মাননীয় মন্ত্রী মহোদয় যে চরম ব্যর্থ সেটা আমরা এই দুর্যোগময় সময়ে একাধিকবার প্রত্যক্ষ করেছি।’
তিনি বলেন, ‘আগা থেকে গোড়া একদম ঢেলে সাজাতে হবে, দুর্নীতির শিকড়সমেত তুলে ফেলতে হবে, না পারলে দায়িত্ব ছেড়ে দেন! আমাদের দায়িত্ব দেন, চ্যালেঞ্জ করে বলছি, তিন মাসের মধ্যে অধিদফতরসহ পুরো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত না করতে পারলে মুচলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিবো!’
তথ্য সংগ্রহের বিষয়ে রাব্বানী বলেন, ‘আর হ্যাঁ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক কিছু সংবেদনশীল তথ্য ছাড়া জনস্বার্থে যেকোনো মন্ত্রণালয়ের যেকোনো তথ্য-উপাত্ত জনগণের জানার ও প্রকাশ করার পূর্ণ অধিকার রয়েছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি।’
হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল অনিয়ম দুর্নীতির খবর একযোগে লালদাগে হেডলাইন হোক সকল মিডিয়ায়!’
১০ ঘণ্টা পর পৃথক স্ট্যাটাসে গোলাম রাব্বানী বাংলাদেশের দুর্নীতির বিশদ বিবরণ তুলে ধরেন। স্বাস্থ্য অধিদফতরের করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com