ফিলিস্তিনে হত্যার প্রতিবাদে কাতারে বিক্ষোভ
কাতার প্রতিনিধিঃ
ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরাইলের বর্বরোচিত হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এইবার বিক্ষোভে উত্তাল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। স্থানীয় সময় শনিবার (১৫ই মে) রাতে কাতারের জাতীয় মসজিদ প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে স্থানীয় কাতারি নাগরিক ও অভিবাসীদের পাশাপাশি যোগ দেয় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের বন্ধের দাবিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ও হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার উপস্থিতি। বিপুল সংখ্যক নারী এবং কাতারি নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষের উপস্থিতি ছিল মুগ্ধকর। বিক্ষোভে যোগ দেন কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতারা।
ইসরাইলেই ইহুদিদের অমানবিক নিষ্ঠুর জুলুম নির্যাতন ও হত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার ফিলিস্তিনের গাজার কার্যালয় বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার পর কাতার প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ বিক্ষোভে সমাবেশ অনুষ্ঠিত হল। যদিও এ ধরণের কোন বিক্ষোভ সমাবেশ এর আগে কোনো সময় কাতারে অনুষ্ঠিত হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com