২৭/১২/২০২৪ ইং
Home / অন্যান্য / চট্টগ্রামের ৬০ গ্রামে আগামীকাল ঈদ!

চট্টগ্রামের ৬০ গ্রামে আগামীকাল ঈদ!

চট্টগ্রামের ৬০ গ্রামে আগামীকাল ঈদ!

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের অন্তত ৬০ গ্রামে আগামীকাল (বৃহস্পতিবার) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা প্রায় ২০০ বছরের ঐতিহ্য মোতাবেক সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ, রোজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

গতকাল সৌদি আরবে চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামীকাল সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। তাদের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের ৬০ গ্রামের বাসিন্দারা আগামীকাল ঈদ পালন করবেন।

জানা গেছে, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপের প্রায় ৬০ গ্রামের বাসিন্দারা আজকে রোজা রেখেছেন।

এ বিষয়ে মির্জারখীল গ্রামের বাসিন্দা ও ঐ দরবারের অনুসারী কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমরা শুধু ঈদ না সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। আজ সেখানের মতো আমাদের ৩০ রমজান পূর্ণ হবে। তাই আগামীকালই আমরা ঈদ পালন করব।’

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস

🕒 জাতীয় ☰ মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *