২১/১১/২০২৪ ইং
Home / অন্যান্য / মাটিতে করোনা রোগী, গাছের ডালে স্যালাইনের বোতল!

মাটিতে করোনা রোগী, গাছের ডালে স্যালাইনের বোতল!

 

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের মধ্যপ্রদেশের আগর-মালওয়া জেলায় রাস্তার ধারে খোলা মাঠে প্লাস্টিকের সীটে শুয়ে বহু রোগী গাছের ডালে স্যালাইনের (আই ভি ফ্লুইড) বোতল ঝুলিয়ে রেখে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা চালাচ্ছে। আনন্দ বাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সরকারি হাসপাতালে যেতে নারাজ স্থানীয় মানুষ। তাই বেচে নিয়েছে এলাকার হাতুড়ে ডাক্তারদের এই বিপজ্জনক চিকিৎসা ব্যবস্থা। সেখানে সঠিক ওষুধ বা বিদ্যুৎ কোনও কিছুরই ব্যবস্থা নেই, নেই নূন্যতম সামাজিক দূরত্ব। মাস্ক পর্যন্ত দেখা যাচ্ছে না অধিকাংশ মানুষের মুখে।

আগর-মালওয়া জেলার ধনিয়াখেড়ি গ্রামের কাছে হাইওয়ে থেকে মাত্র দু’শ মিটার দূরে এক কমলালেবুর বাগানে এভাবেই নিকটবর্তী ১০টি গ্রামের মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অথচ জায়গাটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে মাত্র দু’শ কিলোমিটার দূরে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, গ্রামবাসীরা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যেতে ভয় পাচ্ছে। তাদের দাবি, সরকারি হাসপাতালের কোভিড ওয়ার্ডে ব্যবস্থাপনায় মৃত্যু হচ্ছে অনেকের। ফলে তারা হাসপাতালে নিরাপদ বোধ করছে না। এ বিষয়ে স্থানীয় ব্লক মেডিকেল অফিসার মণীশ কুরিল বলেন, অবিলম্বে সরকারের এই সমস্ত হাতুড়ে ডাক্তারেরর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ। আর সকলের প্রতি অনুরোধ, কোভিডের লক্ষণ দেখা দিলে সঠিক চিকিৎসা পদ্ধতি মেনে চলুন। নয়তো বড় দেরি হয়ে যাবে।

জেলার চিফ মেডিক্যাল অফিসার ডাঃ সমন্দর সিংহ মালব্য জানান, ঘটনাটির তদন্ত চলছে। এছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কাছে চারটি অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ নবজাতকের জন্ম

🕒 চট্টগ্রাম ☰ বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (লোহাগাড়া) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *