র্যাব-৮ এর অভিযানে মাদক কারবারি চক্র আটক
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রাইভেটকারে চার'শ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র্যাব।
বুধবার (৫ই মে) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ অভিযান চালিয়ে মাদক কারবারির একটি দলকে আটক করে।
আটককৃতরা হলো- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মোঃ পারভেজ আক্তার (২১) ও দর্শনা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকার মোঃ লাল্টুর ছেলে মুন্না (২২)। র্যাব-৮ এর সিপিসি-২ ফরিদপুরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় মধুখালীর আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে চার'শ বোতল ভর্তি ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে মাদক দ্রব্য কেনাবেচার কাজে ব্যবহৃত ৭টি সিম, ৪টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত সব আলামতসহ আটককৃতদের মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com