চট্টগ্রামে ৫ জুয়াড়ী আটক!
বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাস্থ এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে আটক করেছেন পুলিশ। সোমবার (৩ই মে) দিবাগত রাতে থানার আব্দুপাড়া নূর আলী শাহ্ মাজার এলাকার শফি কলোনীর একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৮৪০ টাকা ও জুয়া খেলার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হলো- মোঃ হাসান (৩০), মোঃ সাহেদ (২৮), মোঃ সোহেল (৩৬), মোঃ সুমন (৩২) ও মোঃ মাসুদ (৩২)।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম সাংবাদিককে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শফী কলোনী এলাকা থেকে ৫ জুয়াড়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com