২২/০১/২০২৫ ইং
Home / শিক্ষা / অন্যান্য / ফেসবুকে আমার নামে ২০১টি ভুয়া আইডি দৃশ্যমান-ওবায়দুল কাদের

ফেসবুকে আমার নামে ২০১টি ভুয়া আইডি দৃশ্যমান-ওবায়দুল কাদের

ফেসবুকে আমার নামে ২০১টি ভুয়া আইডি দৃশ্যমান-ওবায়দুল কাদের

নিজস্ব ডেস্কঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার ফেসবুক আইডির বিষয়ে সাংবাদিকদের জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে ২০১টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়।

শনিবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি, সেটা ভেরিফাইড ফেসবুক আইডি। ওবায়দুল কাদের তার ভেরিফাইড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কমেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *