‘ফ্রি ইফতার অ্যান্ড সেহরী শপ’র ইফতার বিতরণ করলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল
(মেহেদী হাসান) ডবলমুরিং, চট্টগ্রামঃ
সিএমপির ডবলমুরিং থানার উদ্যোগে শুরু হওয়া 'ফ্রি ইফতার অ্যান্ড সেহরী শপ'র কর্মকান্ড পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার ৩০শে এপ্রিল বিকেলে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে স্থাপিত এ ব্যতিক্রমী দোকান পরিদর্শন করেন শিক্ষা উপমন্ত্রী নওফেল।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সবার মাঝে‘ফ্রি ইফতার অ্যান্ড সেহরী শপ'র ইফতার বিতরণ করেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন সাংবাদিককে জানান, 'ফ্রি ইফতার অ্যান্ড সেহরী শপ' থেকে শুক্রবার ১ হাজার ৭০ জনের ইফতার বিতরণ করা হয়েছে।
সিএমপি পুলিশ টিম সদস্যদের পাশাপাশি আজকের ইফতারে অর্থায়ন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, আল মানাহিল ফাউন্ডেশন, দু'জন চিকিৎসক, একজন প্রকৌশলী ও একজন নৌবাহিনীর কর্মকর্তা। শিক্ষা উপমন্ত্রী সিএমপির ডবলমুরিং থানার উদ্যোগে এমন সুন্দর আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com