২২/০১/২০২৫ ইং
Home / শিক্ষা / অন্যান্য / বাড়িতে গ্যাস দুর্ঘটনা রোধে তিতাসের সতর্কতামূলক নোটিশ

বাড়িতে গ্যাস দুর্ঘটনা রোধে তিতাসের সতর্কতামূলক নোটিশ

বিশেষ প্রতিনিধিঃ
সাম্প্রতিক সময়ে গ্যাস দুর্ঘটনা বেড়ে যাওয়ায় গ্রাহকদের উদ্দেশ্যে করণীয় সতর্কতামূলক নোটিশ জারি করেছে তিতাস গ্যাস কোম্পানি। গত ২৫শে এপ্রিল রবিবার জারি করা এই নোটিশে বলা হয়,‘বাড়িতে গ্যাস দুর্ঘটনা রোধে রান্নাঘরে সার্বক্ষণিক বায়ু প্রবাহের ব্যবস্থা রাখতে হবে। রান্নাঘরের দরজা জানালা খোলার ১০-১৫ মিনিট পর চুলা জ্বালান এবং বৈদ্যুতিক সুইচ অন করুন। গ্যাসের গন্ধ পেলে চুলা জ্বালাবেন না ও বৈদ্যুতিক সুইচ অন করবেন না। রান্না শেষে চুলা বন্ধ রাখুন এবং নিয়মিত গ্যাস লাইন ও চুলার লিকেজ পরীক্ষা করুন।’এছাড়া প্রয়োজনে কল সেন্টারের ১৬৪১৬ নম্বরে কল করতে বলেছে তিতাস।

প্রসঙ্গত, গত শুক্রবার ২৩শে এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফতুল্লার তল্লা জামাই বাজার এলাকার তিন তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে রান্না ঘরের গ্যাসের লিকেজ থেকে গ্যাস জমাট বেঁধে বিস্ফোরণ হয়। এই দুর্ঘটনায় ১১জন দগ্ধ হয়েছেন। এর আগে গত বছরের ৪ই সেপ্টেম্বর নারায়ণগঞ্জের একটি মসজিদে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় মারা যান ২৭জন।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার এই ঘটনায় তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশন-অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম খানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব ও ব্যবস্থাপক প্রকৌশলী বোরহান উদ্দিন। এর আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা বেগমকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *