২২/০১/২০২৫ ইং
Home / শিক্ষা / অন্যান্য / পতেঙ্গায় অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ড, নিহত ২

পতেঙ্গায় অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ড, নিহত ২

পতেঙ্গায় অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ড, নিহত ২

প্রতিনিধি, চট্টগ্রামঃ
পতেঙ্গায় কর্ণফুলী নদীর ৯নং জেটির বিপরীত পাশে ‘এমটি ইরাবতী’ নামের অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে ২জন নিহত হয়েছে। এসময় জাহাজের শ্রমিক আবু সুফিয়ান(৪৭),সাহাবুদ্দিন(৬০) ও মনির হোসেন(৩৪) দগ্ধ হন।

২৯শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস। তিনি তালাশটিভি২৪ডটকমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

পাশাপাশি বন্দরের টাগবোট কাণ্ডারী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। বন্দর সূত্রে জানা যায়, সুপার পেট্রোকেমিক্যাল জেটিতে আশুগঞ্জ থেকে জ্বালানি নিয়ে আসা ট্যাংকারটি তরল জ্বালানি কনডেনসেট খালাস করছিল। হঠাৎ ট্যাংকারের ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহত অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন। আহতদের মধ্যে মনির হোসেনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও আবু সুফিয়ান এবং সাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *