হাইকোর্টে আগাম জামিনের আবেদন বসুন্ধরা গ্রুপের এমডির
প্রতিনিধি, ঢাকাঃ
বসুন্ধরা গ্রপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। বুধবার ২৮শে এপ্রিল তার করা এই আবেদনের শুনানি হবে আগামীকাল বৃহস্পতিবার। বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাশীন হাইকোর্ট বেঞ্চে এই আগাম জামিন আবেদনের শুনানি হবে।
রাজধানীর গুলশানে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ‘আত্মহত্যার প্ররোচনার’ অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের বড় বোন নুসরাত জাহান। ওই মামলার প্রেক্ষিতে বসুন্ধরা গ্রুপের এমডি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। এর আগে তার দেশ ছেড়ে যাবার গুঞ্জন চাউর হয়। যদিও পুলিশের আবেদনের প্রেক্ষিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
প্রসঙ্গত নিহত মোসারাত জাহান মুনিয়ার সঙ্গে সায়েম সোবহান আনভীরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গুলশানের ওই বাসায় আনভীরের যাতায়াতও ছিল। তবে এসব বিষয়ে সায়েমের কোনও বক্তব্য এখনও পর্যন্ত গণমাধ্যমে আসেনি।