২২/০১/২০২৫ ইং
Home / শিক্ষা / অন্যান্য / আকাশে গোলাপী চাঁদ!

আকাশে গোলাপী চাঁদ!

 

আকাশে গোলাপি চাঁদ!

আন্তর্জাতিক সংবাদঃ
২০২১সালের প্রথম সুপারমুন দেখা যাচ্ছে সোমবার ২৬শে এপ্রিল দিবাগত রাতে। এর নাম দেওয়া হয়েছে ‘পিংক মুন’ বা ‘গোলাপী চাঁদ’। এ বছর দুইটি সুপারমুন দেখা যাবে। পরেরটি দেখা যাবে সামনের মাসে। সোমবার এখবর দিয়েছে মাসালা ডট কম। পরবর্তী সুপারমুনের নাম দ্য ফ্লাওয়ার মুন। কারণ এটি ফুল ফোটার প্রত্যাশার সময়ে উপস্থিত হবে আগামী ২৬শে মে তারিখে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ চাঁদের চেয়ে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি আলোকিত হবে এ বছরের দুইটি সুপারমুনই। “গোলাপী চাঁদ” হিসাবে উল্লেখ করা হলেও এটি আসলে গোলাপী হবে না। চাঁদ উদয়ের কিছু সময় পর পর্যন্ত এটিকে কিছুটা গোলাপী মনে হবে। এটি বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেনের কণার কারণে হয়।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *