আকাশে গোলাপি চাঁদ!
আন্তর্জাতিক সংবাদঃ
২০২১সালের প্রথম সুপারমুন দেখা যাচ্ছে সোমবার ২৬শে এপ্রিল দিবাগত রাতে। এর নাম দেওয়া হয়েছে ‘পিংক মুন’ বা ‘গোলাপী চাঁদ’। এ বছর দুইটি সুপারমুন দেখা যাবে। পরেরটি দেখা যাবে সামনের মাসে। সোমবার এখবর দিয়েছে মাসালা ডট কম। পরবর্তী সুপারমুনের নাম দ্য ফ্লাওয়ার মুন। কারণ এটি ফুল ফোটার প্রত্যাশার সময়ে উপস্থিত হবে আগামী ২৬শে মে তারিখে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ চাঁদের চেয়ে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি আলোকিত হবে এ বছরের দুইটি সুপারমুনই। “গোলাপী চাঁদ” হিসাবে উল্লেখ করা হলেও এটি আসলে গোলাপী হবে না। চাঁদ উদয়ের কিছু সময় পর পর্যন্ত এটিকে কিছুটা গোলাপী মনে হবে। এটি বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেনের কণার কারণে হয়।