২২/০১/২০২৫ ইং
Home / শিক্ষা / অন্যান্য / মোবাইল চুরির বিবাদে চট্টগ্রামে কিশোর হত্যা-গ্রেফতার ৫

মোবাইল চুরির বিবাদে চট্টগ্রামে কিশোর হত্যা-গ্রেফতার ৫

 

মোবাইল চুরির বিবাদে চট্টগ্রামে কিশোর হত্যা-গ্রেফতার ৫

বিশেষ প্রতিনিধিঃ
মোবাইল চুরির বিষয়কেকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (১৪) নামে এক কিশোর হত্যার দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কয়েকঘণ্টার মধ্যেই সোমবার ২৬শে এপ্রিল দিবাগত রাতে নগরের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইয়াছিন আরাফাত (১৯),মোঃ মহিম (১৪),মোঃ হাসান ওরফে শাহীন (১৪),রহমত উল্লাহ (১৩) ও আবু রাশেদ ওরফে কামাল (১৫)।

পুলিশ জানায়, সোমবার রাত প্রায় সাড়ে ৮টায় এক সপ্তাহ আগে মোবাইল চুরি নিয়ে রফিকুলের সঙ্গে বাকবিতণ্ডার প্রতিশোধ নিতে আসেন মোঃ ইয়াছিন আরাফাত ও তার সহযোগীরা। একপর্যায়ে রফিকুলকে ছুরিকাঘাত করেন ইয়াছিন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ইয়াসিনকে হাতেনাতে ধরে পুলিশের কাছে তুলে দেয়।

পুলিশ আরও জানায়, ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার বেশ কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেন। পরে তার স্বীকারোক্তিতে চট্টগ্রাম নগরের একাধিক স্থানে অভিযান চালিয়ে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে ৪ কিশোরকে গ্রেফতার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া সাংবাদিককে বলেন, ‘মোবাইল চুরি নিয়ে বাকবিতণ্ডার জেরে সোমবার রাতে রফিক নামে এক কিশোরকে হত্যা করে মোঃ ইয়াছিন আরাফাত ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় নিহত রফিকের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।’

তিনি আরও বলেন, ‘মামলার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ চার কিশোরসহ পাঁচজনকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *