চট্টগ্রামে ৩০ মামলার আসামি ‘ডাইল করিম’ আটক
বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামে ৩০ মামলার আসামি ‘ডাইল করিম’ আটক হয়েছে। সে ব্যতিক্রমী কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে। মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলও খেটেছে কয়েকবার। নিজের নাম আসামি হিসেবে যোগ হয়েছে ৩০ মামলায়। স্থানীয়দের কেউ তাকে ‘ডাইল করিম’ আবার কেউ তাকে ‘ডাইলের ডন’ বলেও ডেকে থাকে।
জানা যায়, মাদক ব্যবসার একচেটিয়া আধিপত্যের কারণে স্থানীয়দের কাছে সে ডাইল করিম নামেও পরিচিত। নিজের নাম ছাপিয়ে ভিন্ন নামে পরিচিত হলেও সে থেমে থাকেনি। সর্বশেষ পাঠাও দিয়ে ইয়াবা ও ফেনসিডিল পরিবহন করতে গিয়ে ধরা পড়ে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পুলিশের হাতে। শুক্রবার ২৩শে এপ্রিল দিবাগত রাতে আগ্রাবাদ মুহুরীপাড়া এলাকা থেকে রেজাউল করিম প্রকাশ ওরফে ডাইল করিমকে (৪৪) গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসিন সাংবাদিককে বলেন, ‘গতকাল শুক্রবার দিবাগত রাতে এক হাজার পিস ইয়াবা ও তিন বোতল ফেনসিডিলসহ স্থানীয়দের কাছে ডাইল করিম নামে পরিচিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা আছে বলে জানা যায়।’
তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায় বাধা পেলে ডাইল করিম প্রতিপক্ষকে হামলাও করেন। এজন্য কেউ কেউ তাকে ডাইলের ডন বলেও ডাকেন।’