২২/০১/২০২৫ ইং
Home / শিক্ষা / অন্যান্য / জামার চেয়েও দামী মাস্ক পরেন কারিনা

জামার চেয়েও দামী মাস্ক পরেন কারিনা

জামার চেয়েও দামী মাস্ক পরেন কারিনা

বিনোদন সংবাদঃ
জামার থেকেও দামী মাস্ক পরেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখে মাস্ক পরে একটি ছবি শেয়ার করেন করিনা। সেখানে সবাইকে মাস্ক পরার অনুরোধ করেন তিনি। ছবিতে সাদা প্রিন্টেড টি-শার্টের সঙ্গে কালো রঙের ব্র্যান্ডেড লউস ভুটন এর মাস্ক দেখা গেল কারিনার মুখে। এটি হল জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা।

মাস্কের দাম শুনলে চোখ কপালে উঠবে। জানা গিয়েছে, অভিনেত্রী যে টি-শার্টটি পরে রয়েছেন তার দাম ১৪০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৭১২ টাকা। কিন্তু জামার থেকেও দামী মাস্ক পরেন তিনি। মাস্কটির দাম ৩৫৫ ইউএস ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার ৭৬৩ টাকা।

যদিও এর আগে রণবীর সিং বা দীপিকা পাড়ুকোনকেও একই কোম্পানির মাস্ক ব্যবহার করতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, মহারাষ্ট্রে তথা বলিউডে করোনার বিস্তার মারাত্মক। কোভিড বিধি মেনে চলার আর্জি জানাচ্ছেন তারকারাও।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *