খাঁন মোহাম্মদ সিকদার পাড়া শান্তির নীড়
সোসাইটির পক্ষ থেকে ক্ষুধার্তের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
লোহাগাড়া প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে লোহাগাড়া ৬নং ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের সামাজিক সংগঠন 'খাঁন মোহাম্মদ সিকদার পাড়া শান্তির নীড় সোসাইটির' পক্ষ থেকে ৪র্থ বারের মত গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অদ্য ২১ই এপ্রিল ২০২১ইংরেজি রোজ বুধবার সকাল থেকে জনসমাগম এড়াতে 'খাঁন মোহাম্মদ সিকদার পাড়া শান্তির নীড় সোসাইটির' প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম সিকদারের নেতৃত্বে এক কেজি মুড়ি, চিড়া, চিনি, ছোলা, আলু, পিয়াজ, খেজুর ও তৈল ২০০জন গরিব অসহায় মানুষের বাড়িতে পৌছে দেন মানবতার ফেরিওয়ালা উক্ত সংগঠনের সাবেক সভাপতি মোঃ মোরশেদুল আলম, সাবেক সভাপতি মোঃ নুর নবী, বর্তমান সভাপতি মোঃ ফারহাত, অর্থ সম্পাদক মোঃ আবদুল খালেক, মোঃ সেলিম, মোঃ আবরার, মোঃ জিহাদ, মোঃ রিফাত, মোঃ সিফাত, মোঃ মিজবাহ, মোঃ হুমায়ুন বাদশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আশা করি, মহামারি করোনা মুক্তিতে পবিত্র মাহে রমজানের সংযমেই আল্লাহপাক আমাদের এই অদৃশ্য শত্রুর কবল থেকে মুক্ত করবেন (আমিন)। সাবেক সভাপতি মোঃ মোরশেদ ও মোঃ নুর নবী এই চরম দুরবস্থার মাঝে এই গরীব দুঃখী প্রতিবন্ধী অসহায়দের মাঝে ইফতার সামগ্রি তুলে দেন।
পরিশেষে তিনি বলেন, এই করোনা কালে অনন্ত তাদের মুখে যদি হাসি ফুটাতে পারি সেটা হবে আমাদের মানবতার লক্ষ ও উদ্দেশ্য, তিনি আরও বলেন এই মহৎ কাজে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। আপনাদের ভালবাসা ও সহযোগীতায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com