নগরীর হালিশহরে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধি চট্টগ্রাম :
নগরীর হালিশহর থানা এলাকায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার ৯ই এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে হালিশহরের ‘এ’ ব্লক শফির কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (১৮)।
লিজা একই এলাকার কাভার্ডভ্যান চালক শাহীন উদ্দিনের স্ত্রী। তালাশটিভি২৪ডটকমকে
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
লিজার দেবর আলাউদ্দিন জানান, পরিবারের সদস্যদের অজান্তে বাড়িতে ভাবি রুমের মধ্যে টিনের চালের অ্যাঙ্গেলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেন। এ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, গলায় ফাঁস দেওয়ার সময় ভাই বাড়িতে ছিল না। তাদের বিয়ে হয়েছে ৬ মাস আগে। লিজার বাড়ি সীতাকুণ্ড উপজেলায়।
![]()
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com