চট্টগ্রামে ৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামে চার হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো. জাকারিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ১০ই এপ্রিল বিকেল ৫টার দিকে মহানগরের ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জাকারিয়া সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা। তারা বাবার নাম আব্দুল হামিদ। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির বলেন, ‘গোপন সংবাদে নগর গোয়েন্দা পুলিশের একটি দল ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com