আন্তর্জাতিক সংবাদঃ
করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় পাকিস্তানের ইসলামাবাদে আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য অফিস। এ নিয়ে করোনার কারণে ইসলামাবাদে পাঁচ দিনের মধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো।
ইসলামাবাদ মডেল কলেজ ফর গার্লস স্থানীয় সময় গত বুধবার বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত শনিবার বন্ধ করে দেওয়া হয় ইসলামাবাদ মডেল স্কুল ফর গার্লস।
জেলা স্বাস্থ্য কর্মকর্তা জায়েম জিয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করার নির্দেশ দেন।
জেলা স্বাস্থ্য অফিসের নির্দেশনায় বলা হয়, ইসলামাবাদ মডেল কলেজ ফর গার্লসে তিন শিক্ষার্থী করোনাভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়। এরপরই ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ বন্ধ রাখা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ওই শিক্ষাপ্রতিষ্ঠান জীবাণুমুক্ত করা হয়েছে। সব কর্মকর্তা ও শিক্ষার্থীকে করোনা পরীক্ষা করা হবে। করোনায় সংক্রমিত শিক্ষার্থীদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সবাইকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com