বিনোদন ডেস্কঃ
ফের নানা হয়েছেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তবে এবার তিনি নাতনীর মুখ দেখলেন। যা মনোয়ার পরিবারে প্রথম।
ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। মঙ্গলবার ১৬ই ফেব্রুয়ারি ফেসবুকে ওলিজা নিজেই সুসংবাদটি জানান। নবজাতকের নাম রাখা হয়েছে ওরাহ রহমান ওযজি। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
মেয়ের সঙ্গে ছবি প্রকাশ করে ওলিজা ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের মেয়ে সন্তান হয়েছে। দেখুন ওরাহ রহমান ওযজিকে। মনোয়ার পরিবারের প্রথম নাতনী। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিকলানা।’
২০১৮ সালের ১৯শে জুন গাঁটছড়া বাঁধেন ওলিজা ও অর্পণ রহমান। ২৮শে জুন তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। এরপর ২০১৯ সালের ১০শে নভেম্বর প্রথম ছেলে সন্তানের জন্ম দেন ডিপজল কন্যা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com