চট্টগ্রাম প্রতিনিধিঃ
আগামী ২৩শে ফেব্রুয়ারি ২০২১ইংরেজি, রোজ মঙ্গলবার (সারারাত ব্যাপী) লোহাগাড়া দরবেশহাট দরগাহে হযরত শাহপীর আউলিয়া (রাহ:) এর মুতাওয়াল্লী সাহেবান কর্তৃক আয়োজিত চট্টগ্রামের বার আউলিয়ার সর্দার হযরত শাহপীর আউলিয়া (রাহ:) এর বার্ষিক ফাতিহা শরীফ মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এই ফাতিহা শরীফ মাহফিলে অতীতে শিরক বিদ'আত পালন করা হতো। বায়তুশ শরফের মহান রুপকার হাদিয়ে যামান শাহ সূফী হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার (রাহ:) যাবতীয় শিরক বিদ'আতের মুলোৎপাটন করে এখানে শরীয়ত মোতাবেক মাহফিলের আয়োজন করেন।
উক্তো মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ ও বুযুর্গানে দ্বীন তরশরীফ আনবেন। বাদে মাগরিব হতে সারারাত ব্যাপী মূল অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) রাহবারে বায়তুশ শরফ, চট্টগ্রাম। আর উক্তো মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com