নিজস্ব ডেস্ক :
চট্টগ্রামে চালু হলো নতুন দুই জোড়া কমিউটার ট্রেন। চট্টগ্রাম থেকে পটিয়া ও দোহাজারী রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। শনিবার ৬ই ফেব্রুয়ারি ট্রেনগুলোর উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
এদিন বেলা সাড়ে ১১টায় দোহাজারী রেল স্টেশন থেকে চট্টগ্রাম-দোহাজারী ও সাড়ে ১২টায় চট্টগ্রাম-পটিয়া-চট্টগ্রাম রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন করেন তিনি।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত জানান, ডেমো ট্রেনটি সকালে চট্টগ্রাম-পটিয়া রুটে এবং বিকেলে চট্টগ্রাম-দোহাজারী রুটে যাতায়াত করবে। এটি চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় ছেড়ে পটিয়ায় পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। ফিরতি পথে সকাল সাড়ে ৭টায় পটিয়া থেকে ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ৯ টা ৫ মিনিটে।
দ্বিতীয় ট্রিপে বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে দোহাজারীতে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ফিরতি পথে ৭টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।
তিনি আরও জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস খুললে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয় রুটে নতুন এক জোড়া ট্রেন চলাচল শুরু হবে। দোহাজারী রুটে এখন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। এছাড়াও দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস অয়েল পরিবহন করছে একটি ওয়াগন ট্রেন।