২২/০১/২০২৫ ইং
Home / শিক্ষা / অন্যান্য / আগামীকাল দরবারে বারীয়া শরীফের ৫৩তম বার্ষিক মাহফিল

আগামীকাল দরবারে বারীয়া শরীফের ৫৩তম বার্ষিক মাহফিল

মোঃ হাসান মিয়া :

আগামীকাল ২৫শে জানুয়ারি ২০২১ইংরেজি, রোজ সোমবার চট্টগ্রামের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল দরবারে বারীয়া শরীফের ৫৩তম ঈদে মিলাদ্দুন্নবী (সা:) ও বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন – দরবারে বারীয়া শরীফের পীর ছাহেব, পীরে কামেল, মুফতি আল্লামা ছৈয়দ শামছুদ্দোহা বারী (মা.জি.আ.) ছাহেব। উক্ত মাহফিলে বিভিন্ন দরবার শরীফের পীর ছাহেব, আওলাদ এ পাক, দেশ বরেন্য ওলামা মাশায়েখ, বিশিষ্ট নাত খাঁ সহ বিভিন্ন শ্রেণীপেশার সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। দরবারের সম্মানিত পীর ছাহেবের পক্ষ থেকে সবাইকে করোনা ভাইরাস এর সর্তকতা ও বিশেষ স্বাস্থ্যবিধি মেনে দরবারে আসার জন্য আহ্বান জানিয়েছেন। উক্ত মাহফিলকে কেন্দ্র করে দরবারে উৎসব মুখর পরিবেশ বিরাজ ও এবারের মাহফিল সামাজিক দূরুত্ব মেনে পালনসহ উক্ত মাহফিলে সকল শ্রেণীপেশার ব্যক্তিগণদের উপস্থিত থাকার কথা জানিয়েছেন দরবার কমিটি।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *