নিজস্ব ডেস্ক :
ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ২১শে জানুয়ারি বৃহস্পতিবার করোনা ভাইরাসের টিকা ঢাকায় আসছে।
বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ টিকা (ভ্যাকসিন) দিচ্ছে ভারত। উপহারের এ টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে মুম্বাই থেকে সকালে এরই মধ্যে রওনা দিয়েছে। ফ্লাইটটি দুপুরে ঢাকায় পৌঁছাবে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com