অদ্য ১৯শে জানুয়ারি ২০২১ইংরেজি, রোজ মঙ্গলবার বাদে মাগরিব কোতোয়ালী থানা সংলগ্ন মিট আপ রেস্টুরেন্টে "বায়তুশ শরফ এলামনাই এসোসিয়েশন" কর্তৃক আয়োজিত কৃতি শরফিয়ান সংবর্ধনা ও ব্যাচ প্রতিনিধি মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
উক্তো মতবিনিময় সভায় করোনাকালীন সময়ে স্ব স্ব ক্ষেত্রে ও মানবসেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় "বায়তুশ শরফ এলামনাই এসোসিয়েশন" এর পক্ষ থেকে কৃতি শরফিয়ানদের মধ্যে কৃতি সংবর্ধনায় যারা রয়েছে - ড. মোঃ আজিজুল হক, ডাঃ মোঃ শাহ সোলায়মান, ডাঃ মোঃ ইলিয়াস, ডাঃ মোঃ সাইদুল মোস্তাকিম, ডাঃ হাফেজ মোঃ মুজিবুল হক, ড. মোঃ জামশেদ আলম পাটোয়ারী, মোঃ নাছির উদ্দিন ও মোঃ জামাল উদ্দিন।
এবং উক্তো মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন "বায়তুশ শরফ এলামনাই এসোসিয়েশন" এর সদস্য মোঃ ইসমাঈল,মোঃ নোমান বিন নাঈম, মোঃ শাহাদাত হোসাইন, মোঃ রবিউল হোসাইন, মোঃ সালাউদ্দিন, মোঃ জহিরুল ইসলাম সিকদার, কারী মোঃ হিজবুল্লাহ, মোঃ ইকবালসহ আরো অনেকে।
পরিশেষে সম্মিলিত প্রয়াসে, পারস্পরিক কল্যাণে, সমাজে মানবিক ভূমিকা বৃদ্ধিকল্পে উত্তরোত্তর এগিয়ে যাক "বায়তুশ শরফ এলামনাই এসোসিয়েশন" এর শুবযাত্রা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com