২২/০১/২০২৫ ইং
Home / শিক্ষা / অন্যান্য / সাজেকে মাইক্রোবাস খাদে, আহত ৮ পর্যটক!

সাজেকে মাইক্রোবাস খাদে, আহত ৮ পর্যটক!

মোঃ হাসান মিয়া (স্টাফ রিপোর্টার) :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক পর্যটন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৮ পর্যটক আহত হয়েছে। গতকাল শনিবার সকালে সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী একটি নোহা মাইক্রোবাস সাজেকের শিজকছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও সেনাবাহিনী আহতদের দ্রুত চিকিৎসার জন্য দীঘিনালা সদর হাসপাতালে প্রেরণ করেন।ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনায় পাহাড়ি খাদে পড়ে যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চালায়। এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঈসরাফিল মজুমদার জানান, শিজকছড়া এলাকায় সকালে পর্যটকবাহী একটি গাড়ি সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, আহতদের দ্রুত চিকিৎসার জন্য দীঘিনালা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারে কাজ করছে যৌথবাহিনী।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *