২২/০১/২০২৫ ইং
Home / শিক্ষা / অন্যান্য / ভয়েস সার্চ চালু করল ইউটিউব!

ভয়েস সার্চ চালু করল ইউটিউব!

নিজস্ব ডেস্ক :

স্মার্ট ফোনের পর এবার ওয়েবেও চালু হল ইউটিউবের ভয়েস সার্চ। এখন থেকে আর ইউজারদের ইউটিউবে গিয়ে কোনো গান বা ভিডিও সার্চ করার জন্য টাইব করার কোনো প্রয়োজন পড়বে না। জাস্ট ভয়েস কমেন্ডেই পছন্দের যে কোনো কিছু সার্চ করতে পারবেন গ্রাহকরা। আগে ফিচারটি অ্যানড্রয়েড ও আইওএস ফোনে ছিল এবার এটি ওয়েবেও চালু হলো। ইউটিউব ওয়েব অ্যাপে সার্চ বারের ঠিক পাশেই একটি মাইক্রোফোন আইকন দেওয়া হয়েছে। গ্রাহকদের শুধু ভয়েস সার্চ চালু করার জন্য ইউটিউবকে মাইক্রোফোন অন করার অনুমতি দিতে হবে। এরপর সেই মাইক্রোফোনে ট্যাপ করে আপনি যা খুশি বলতে পারেন, তাই আপনাকে সার্চ করে দেখাবে ইউটিউব।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *